এফিডেভিট কি করার নিয়ম খরচ

Table of Contents

এফিডেভিট কিঃ

হলফ করিয়া কোন কিছু লেখাকে এফিডেভিট বলা হয় । এফিডেভিট ইংরেজি শব্দ যাকে বাংলায় হলফনামা বলা হয় ।

এফিডেভিট আইন

কোন নোটারী পাবলিক বা ম্যাজিস্ট্রেট বা জজ বা কোন কর্তৃপক্ষ বা কমিশনারের সামনে উপস্থিত হইয়া “ আমি প্রতিজ্ঞা পূর্বক বলিতেছি” বা “আমি হলফ করিয়া বলিতেছি” মর্মে কাগজে বা স্ট্যাম্পে কোন কিছু লেখাকে ও দস্তখন করাকে এফিডেভিট বা হলফনামা সম্পাদন করা বলে।

নোটারী পাবলিক কি

নোটারী পাবলিক একজন এডভোকেট। সরকার তাহাকে কতিপয় কাজ করিবার জন্য নিযুক্ত করেন। নোটারী পাবলিকের প্রধান কাজ এফিডেভিট/ হলফনামা সম্পাদন করে দেওয়া।

১৯৬১ সনের দি নোটারিস অর্ডিনেন্স দ্বারা বাংলাদেশে নোটারী পাবলিকের প্রচলন শুরু করা হয়। এর আগেও নোটারী পাবলিক ছিল কিন্তু সেটি অন্য আইন দ্বারা নিযুক্ত হইত।

যে কোন ব্যক্তি নোটারী পাবলিককে সম্বোধন করে কোন বক্তব্য প্রয়োজনীয় মূল্যের স্ট্যাম্প কাগজে লিখিয়া কোন এডভোকেট দ্বারা উহাতে নিজেকে সনাক্ত করিয়া নোটারী পাবলিকের সামনে উপস্থাপন করিলে নোটারী পাবলিক সাহেব উহাতে থাকা ঐ ব্যক্তির দস্তখতকে সত্যায়ন করেন। উহার বিনিময়ে নোটারী পাবলিক সাহেব ঐ ব্যক্তির নিকট থেকে টাকা নিতে পারেন।

নোটারী পাবলিক ঐ বক্তব্যের জন্য দায়ী নহেন। কিন্তু ঐ ব্যক্তির দস্তখতটির জন্য দায়ী। আইন ধরিয়া নেয় যে ঐ ব্যক্তি নোটারী পাবলিকের সামনে উপস্থিত হইয়া ঐ স্ট্যাম্প কাগজে নিজের নাম দস্তখত করিয়াছেন। ঐ দস্তখতের সত্যতা সম্পর্কে কোন প্রশ্ন উঠলে নোটারী পাবলিক সাক্ষ্য  প্রদান করলে ঐ দস্তখতটি উক্ত ব্যক্তির বলে প্রমানিত হয়।

এফিডেভিট কি
এফিডেভিট কি

এফিডেভিট এবং সাধারণ দস্তখত এর মধ্যে পার্থক্য 

কোন কিছুকে সাধারণ ভাবে দস্তখন করিয়া লেখা আর এভিডেভিট/হলফনামা আকারে লেখার মধ্যে যথেষ্ঠ পার্থক্য রয়েছে। যেমন:- কোন কিছু আইন মোতাবেক এভিডেভিট আকারে লেখা বক্তব্য কোন ভাবেই প্রত্যাহার করা যায় না অপরদিকে সাধারাণ ভাবে দস্তখন করে লেখা বক্তব্যকে প্রত্যাহার বা সংশোধন করা যায়। এভিডেভিটের একটি কপি নোটারি পাবলিকের নিকট জমা থাকে। যেটা পরবর্তীতে প্রয়োজন হলে নোটারি পাবলিকের নিকট থেকে প্রয়োজনীয় ফি প্রদান করে সংগ্রহ করা যায়।

এফিডেভিট করার নিয়ম

এফিডেভিট মাধ্যমে আপনি যে বিষয়টি ঘোষণা দিতে চান সেই বিষয়টি লেখার পর আপনাকে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়ন করতে হবে।

মনে করুন আপনি কোন বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য এফিডেভিট করবেন সে ক্ষেত্রে আপনি স্বশরীরে নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে যা যা লিখেছেন সেই বক্তব্যটি নিজে সত্যপাঠ করবেন।

অসত্য বা বেআইনি কোন বিষয়ে এফিডেভিট করলে পরবর্তীতে সেই বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। যাচাই-বাছাই করার পরে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক সন্তুষ্ট হলে সেখানে স্বাক্ষর করবেন এবং সরকারি সিল ব্যবহার করে এর মধ্যে একটি ক্রমিক নাম্বার বসাবেন এবং ভবিষ্যতের ব্যবহার স্বার্থে বা প্রমাণ স্বরূপ একটি কপি নিজের কাছে রেখে দিবেন।

আপনার দায়িত্ব হচ্ছে নিজে এফিডেভিট বা হলফনামা করার সময় বা অন্যের এফিডেভিট বা হলফনামা যাচাই করার সময় আদালতের সিলমোহর, ক্রমিক নম্বর এবং তারিখ ঠিক আছে কিনা সেটা হলফ করে বা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে নিবেন।

এফিডেভিট ফরমেট বাংলা

নিচে এফিডেভিট এর নমুনা চিত্র/ফরমেট দেওয়া হলো, যাতে করে যে কেউ এফিডেভিট এর বাস্তব চিত্রটি দেখে নিতে পারেন।

এফিডেভিট করতে কত টাকা লাগে

এফিডেভিট এর স্ট্যাম্পের পরিমান এবং চুক্তির বিভিন্ন ধরনের উপর নোটারী পাবলিক সাহেব খুবই সিমিত কিছু অর্থ নিতে পারেন সেটি ২০০/- থেকে ১০০০/- টাকা পর্যন্ত। এছাড়াও বিভিন্ন ধরনের নোটারী রয়েছে সেটি খরচ কম বেশি হতে পারে। এফিডেবিট এর খরচ এবং এফিডেভিট আইন সম্পর্কে বিস্তারিত জানতে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে পরবর্তী কার্যক্রম সম্পাদন করতে পারেন।

এফিডেভিট কত টাকার স্ট্যাম্পে করা হয়?

সাধারণত এফিডেভিট সম্পন্ন করতে হয় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে। ৩০০ টাকার ষ্ট্যাম্পের মধ্যে দেখা যায় সাধারণত ১০০ টাকা করে ৩ টি ষ্ট্যাম্প ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও প্রতি বছর সরকারী গেজেটের মাধ্যমে বিভিন্ন ধরনের চুক্তির ক্ষেত্রে কত টাকার স্ট্যাম্প দরকার হবে সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা থাকে।

বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ৩০০ টাকার ষ্ট্যাম্পের পরিবর্তে ২০০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিট বা হলফনামা করতে হবে।

এ সম্পর্কে সন্দেহ হলে অথবা এফিডেবিট সম্পর্কে আরো বিস্তারিত জানতে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন।

এফিডেভিট করার খরচ
এফিডেভিট করার খরচ

বিভিন্ন প্রকার এফিডেভিট বা হলফনামার ক্ষেত্র সমূহ

যে সকল ক্ষেত্রে সাধারণত হলফনামা বা এফিডেভিট করা হয় তার একটি সারণী নিচে দেওয়া হলোঃ-

বিবাহ সংক্রান্ত হলফনামা

  • নিকট পরিচিত বিধায় বিবাহ নিমিত্তে হলফনামা
  • স্ব-ইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইবার নিমিত্তে হলফনামা
  • বিবাহ করিবার উদ্দেশ্যে মুসলিম বর-কনের যৌথ হলফনামা
  • হিন্দু বর-কনের বিবাহ-নিমিত্ত হলফনামা
  • বিবাহ করিবার নিমিত্তে মুসলিম কনের হলফনামা
  • কোন হিন্দু মহিলা হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলমান হইবার এবং কোন মুসলমান যুবককে বিবাহ করিবার নিমিত্তে হলফনামা
  • এভিডেভিট এর নমুনা

  • নিচে একটি বিবাহ সংক্রান্তএফিডেভিট এর নমুনা দেওয়া হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নোটারী পাবলিক-এর কার্যালয়, ঢাকা, বাংলাদেশ ।
“হলফনামা”
(কোর্ট ম্যারেজ)

আমি মুসাম্মৎ হুররাম সুলতানা , পিতা- মোঃ সুলতান সুলেমান , ঠিকানা-বাসা নং- ৪২/১/খ, সেগুনবাগিচা,ঢাকা-১০০০, থানা- রমনা , জেলা-ঢাকা, পেশা- ব্যবসা ধর্ম-ইসলাম, বয়স-২২ বৎসর, জাতীয়তা- বাংলাদেশী এই মর্মে হলফপূর্বক ঘোষণা করিতেছি যে :-

১। আমি বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকারে একজন স্থায়ী বাসিন্দা বটে।

২। আমি একজন সাবালিকা এবং আমার বয়স ২২ বৎসর।

৩। বিগত ২ (দুই) বৎসর পূর্বে মোঃ শাহজাহান সুলতান , পিতা- মেছের সুলতান ,  বয়স-২৬ বৎসর, ঠিকানা-বাসা নং-৪৫, সেগুনবাগিচা,ঢাকা-১০০০, থানা- রমনা , জেলা-ঢাকা, বর্তমানে এনবিআর এ কর্মরত, এর সাথে আমার বিগত ২ বৎসর যাবৎ পরিচয়। সেই পরিচয়ক্রমে আমাদের মাঝে ভালবাসার রূপ নেয় ৷

৪। আমি উক্ত মোঃ শাহজাহান সুলতানকে গভীরভাবে ভালবাসি এবং মোঃ শাহজাহান সুলতান ও আমাকে গভীরভাবে ভালবাসে। বর্তমানে অবস্থা এইরূপ যে আমরা একজন আর একজনকে ছাড়া প্রতিটি মুহূর্ত তীব্র মনোবেদনার মধ্যে কাটাই। আমরা একজন আর একজনকে সবসময় কাছে পাইতে চাই। মনোকষ্ঠে দিনাতিপাত করার কারণে আমরা একে অপরে শারীরিকভাবে অসুস্থ্য হইয়া পরিতেছি। তাকে আমার ভীষণ প্রয়োজন। তাকে ছাড়া আমি বাঁচবোনা।

৫। আমাদের ভালবাসাকে বাস্তবে রূপদান করার জন্য আমরা একে অপরকে বিবাহ করার সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ত মোতাবেক আমি নোটারী পাবলিক সাহেবের সেরেস্তায় উপস্থিত হইয়া হলফনামার মাধ্যমে মোঃ শাহজাহান সুলতানকে কে বিবাহ করার অঙ্গিকার করি।

৬। আমি সাবালিকা হিসাবে আমার সিদ্ধান্ত লইবার ক্ষমতা ও আইনগত অধিকার আমার আছে। সেই অধিকারের ভিত্তিতে আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে উক্ত হলফনামা সম্পাদন করিলাম।

৭। আমাদের উক্ত বিবাহ পরবর্তীতে কাজী সাহেবের মাধ্যমে রেজিস্ট্রি করিয়া লইব। আমাদের বিবাহের দেন মোহর হইবে ৫,০০,০০১/- (পাঁচ লক্ষ এক) টাকা ।

৮। আমি সাবালিকা হিসাবে অদ্য হইতে মোঃ শাহজাহান সুলতান এর স্ত্রী হিসাবে বসবাস করিতে থাকিব ।

    উপরোক্ত ঘোষনা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায়  সম্পূর্ণ ও নির্ভূলভাবে অত্র হলফনামার বর্ণনা সম্যক উপলব্ধি করিয়া মাননীয় নোটারী পাবলিক এর সম্মুখে অদ্য নিজ নাম সহি সম্পাদন করিলাম।

                                                                         মুসাম্মৎ হুররাম সুলতানা
হলফকারিনীর স্বাক্ষর

স্বাক্ষীদের নাম ও ঠিকানা
১। আবু তুরাব , পিতা- জমসেদ শেখ , ঠিকানা- সেগুনবাগিচা, থানা- রমনা, ঢাকা ।

২। জাফর ইকবাল , পিতা- কলিমউদ্দিন
ঠিকানা- সেগুনবাগিচা, থানা- রমনা , ঢাকা।

আমি মোঃ শাহজাহান সুলতান, উক্ত হলফকারিনী  মুসাম্মৎ হুররাম সুলতানাকে গভীরভাবে ভালবাসি। হলফনামার বক্তব্য সত্য। উক্ত হলফনামা এবং কোর্ট মেরেজকে আমি স্বানন্দচিত্তে গ্রহণ করিলাম। অদ্য হইতে হলফকারিনী আমার স্ত্রী   হিসাবে গণ্য  হইবে ।

 

                                                                                                                   স্বাক্ষর

মোঃ শাহজাহান সুলতান

 

                                                 হলফকারিনী আমার সামনে নিজ নাম সহি সম্পাদন                                                           করিয়াছে। আমি তাহাকে সনাক্ত করিলাম।

ইতি-১০/১০/২০২৩ ইং

 

আইনজীবীর স্বাক্ষর

কোর্ট ম্যারেজ কোনো বিয়ে নয়!

বিঃদ্রঃ কোর্ট ম্যারেজ কোনো বিয়ে নয়! এটি শুধুমাত্র বিয়ের পূর্বের একটি অঙ্গীকার মাত্র। এই হলফনামা সম্পাদনের পরে উভয় পক্ষকে অবশ্যই কাজীর মাধ্যমে বিবাহ সম্পন্ন করে বিবাহের রেজিষ্ট্রি কপি কাজীর নিকট থেকে সংগ্রহ করে নিতে হবে। অথবা এই সম্পর্কে বুঝতে সমস্যা হলে আইনজীবীর সাথে পরামর্শ করে বিয়ের পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন করে নিতে পারেন। 

তালাক সংক্রান্ত হলফনামা

  • স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদান নিমিত্ত এফিডেভিট এর হলফনামা
  • স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়ার এফিডেভিটের হলফনামা
  • স্বামী ও স্ত্রী কর্তৃক একত্রে পরস্পর তালাক বা তালাক-ই-মুবারাত
    দেওয়া নিমিত্তে হলফনামা
  • স্বামী কর্তৃক স্ত্রীকে সম্পত্তি দানের নিমিত্তে হলফনামা
  • হিন্দু ধর্মমতে স্ত্রী হইতে আলাদা বিচ্ছিন্নভাবে বসবাস করিবার নিমিত্তে হিন্দু স্বামী কর্তৃক হলফনামা
  • হিন্দু স্ত্রী কর্তৃক হিন্দু ধর্মমতে স্বামী হইতে আলাদা বা বিচ্ছিন্নভাবে বসবাস করিবার নিমিত্তে স্ত্রীর দেওয়া হলফনামা

নাম সংক্রান্ত হলফনামা

  • ভুল নাম সংশোধন করিবার নিমিত্তে হলফনামা
  • নামের ভুল বানান শুদ্ধ করিবার নিমিত্তে হলফনামা
  • নাম পরিবর্তন করিবার নিমিত্তে হলফনামা
  • বয়স নাম পরিবর্তন নিমিত্ত হলফনামা

জন্ম তারিখ সংক্রান্ত হলফনামা 

  • সন্তানের জন্ম তারিখ সঠিক সম্পর্কে মাতার দেওয়া হলফনামা
  • সন্তানের জন্ম তারিখ সঠিক সম্পর্কে পিতা কর্তৃক দেওয়া হলফনামা
  • মামা কর্তৃক ভাগিনার জন্ম তারিখ সঠিক সম্পর্কে দেওয়া হলফনামা
  • চাচা কর্তৃক ভাতিজার জন্ম তারিখ সঠিক সম্পর্কে দেওয়া হলফনামা
  • কাহারো জন্ম তারিখ সম্পর্কে দেওয়া তাহার জেষ্ঠ্য ভ্রাতার হলফনামা
  • বর্তমান বয়স সম্পর্কে নিজের দেওয়া হলফনামা
  • জন্ম তারিখ সংশোধন নিমিত্তে হলফনামা

ধর্মান্তর সংক্রান্ত হলফনামা 

  • হিন্দু ধর্ম পরিবর্তন করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিবার নিমিত্তে হিন্দু ধর্ম হইতে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হইয়া কোন মুসলমান যুবককে বিবাহ করিলে তাহার নিমিত্ত হলফনামা

বিঃদ্রঃ ধর্ম পরিবর্তন করে বিবাহ করতে হলে তাকে অবশ্যই দুটি হলফনামা সম্পাদন করতে হয়। যার নমুনা নিচে দেওয়া হলোঃ-

ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামার নমুনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নোটারী পাবলিক-এর কার্যালয়, ঢাকা, বাংলাদেশ ।
“হলফনামা”
(ধর্ম পরিবর্তন সম্পর্কিত)

      আমি পপি রানী দাস  , পিতা- ভোলা নাথ দাস  , ঠিকানা-বাসা নং- ৪৮, সেগুনবাগিচা,ঢাকা-১০০০, থানা- রমনা , জেলা-ঢাকা, পেশা- চাকুরি,  ধর্ম-হিন্দু, বয়স-২৪ বৎসর, জাতীয়তা- বাংলাদেশী এই মর্মে হলফপূর্বক ঘোষণা করিতেছি যে :-

১। আমি বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকারে একজন স্থায়ী বাসিন্দা ও নাগরিক বটে। আমি প্রাপ্ত বয়স্কা এবং সাবালিকা বিধায় আমার আইনতঃ সিদ্ধান্ত গ্রহণ করিবার পূর্ণ হিতাহিত জ্ঞান রহিয়াছে।

২। আমি আরো ঘোষণা করিতেছি যে, বর্তমানে আমি ২৪ বৎসরের একজন যুবতী । আমার এই দীর্ঘ বয়সে আমি আমার হিন্দু ধর্মের সাথে ইসলাম ধর্মের নিয়ম কানুন সম্পর্কে অবগত হইয়াছি।  এবং ইসলাম ধর্মের লোকদের সংস্পর্শে আসিয়াছি। উপরোক্ত কারণে আমার দৃঢ় বিশ্বাস জন্মাইয়াছে যে, পৃথিবীতে সকল ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্ম -ই শ্রেষ্ঠ ধর্ম । তাই আমি আমার জ্ঞান ও বিশ্বাস এবং অনুভূতির মাধ্যমে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি যে, আমি পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ ক্রমে বাকী জীবন ইসলামী জীবন বিধান ও অনুশাসন মেনে জীবন পরিচালনা করিব।

৩। উপরোক্ত সিদ্ধান্ত মোতাবেক অদ্য ২৩/১২/২০২৩ ইং তারিখ রোজ সোমবার, ঢাকার বিজ্ঞ নোটারী পাবলিক সাহেবের সমিপে হাজির হইয়া “ কালেমা তাইয়্যেবা” লা-ইলাহা ইল্লাল্লাহ্ মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) “ মৌখিকভাবে উচ্চারণ ক্রমে আমার অন্তরে বিশ্বাস স্থাপন করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিলাম এবং আমার নাম পরিবর্তন ক্রমে নতুন নাম “মুসাম্মৎ আয়েশা সিদ্দিকা” লিপিবদ্ধ করা হইল।

৪। অদ্য হইতে আমি সর্বত্র সর্বস্থানে মুসলিম হিসেবে এবং নতুন নাম মুসাম্মদ আয়েশা সিদ্দিকা হিসেবে পরিচিত এবং বিবেচিত হইবে। ইহাতে কেউ কোন প্রকার ওজর আপত্তি করিলে কিংবা কোন প্রকার দাবী-দাওয়া করিলে তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া বিবেচিত হইবে। যেহেতু আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে কাহারো বিনা প্ররোচনায় অত্র হলফনামার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি। ইহাতে কেউ কোন প্রকার প্ররোচিত করে নাই কিংবা আমাকে ভয় দেখাইয়া ইসলাম ধর্ম গ্রহনে বাধ্য করে নাই।

৫। আমি আরো ঘোষণা করিতেছি যে, অদ্য হইতে আমি আমার বাকী জীবন ইসলাম ধর্মের অনুশাসন মান্যক্রমে নতুন নাম মুসাম্মদ আয়েশা সিদ্দিকা  হিসেবে পরিচিত হইয়া জীবন অতিবাহিত করিব।

উপরোক্ত ঘোষনা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায়  সম্পূর্ণ ও নির্ভূলভাবে অত্র হলফনামার বর্ণনা সম্যক উপলব্ধি করিয়া মাননীয় নোটারী পাবলিক এর সম্মুখে অদ্য রোজ সোমবার ২৩/১২/২০২৩ ইং তারিখে নিজ নাম সহি সম্পাদন করিলাম।

                                                                        মুসাম্মদ আয়েশা সিদ্দিকা
হলফকারিনীর স্বাক্ষর

 

                                                 হলফকারিনী আমার সামনে নিজ নাম সহি সম্পাদন                                                           করিয়াছে। আমি তাহাকে সনাক্ত করিলাম।

ইতি-২৩/১২/২০২৩ ইং

 

আইনজীবীর স্বাক্ষর

হিন্দু ধর্ম হইতে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হইয়া কোন মুসলমান যুবককে বিবাহের হলফনামার নমুনাঃ

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
    নোটারী পাবলিক-এর কার্যালয়, ঢাকা, বাংলাদেশ ।
    “হলফনামা”
    (ধর্মান্তরিত হইয়া বিবাহ সম্পর্কিত)

  • আমরা (ক)  মুসাম্মদ আয়েশা সিদ্দিকা , পিতা- ভোলা নাথ দাস  , ঠিকানা-বাসা নং- ৪৮, সেগুনবাগিচা,ঢাকা-১০০০, থানা- রমনা , জেলা-ঢাকা। বর্তমান ঠিকানা: ১১২/২, বিজয়নগর, থানা- পল্টন, জেলা-ঢাকা, পেশা- চাকুরি, ধর্ম-ইসলাম, বয়স-২৪ বৎসর, জাতীয়তা- বাংলাদেশী

  • এবং
  • (খ) মোঃ জামাল সুলতান , পিতা- জলিল সুলতান ,  ঠিকানা-বাসা নং-৫০/২, সেগুনবাগিচা,ঢাকা-১০০০, থানা- রমনা , জেলা-ঢাকা, পেশা- চাকুরি, ধর্ম-ইসলাম, বয়স-২৭ বৎসর, জাতীয়তা- বাংলাদেশী।
  • ১। আমরা উভয়ে এই মর্মে  হলফপূর্বক বিবাহের ঘোষণা করিতেছি যে :-আমি (ক) মুসাম্মদ আয়েশা সিদ্দিকা হিন্দু ধর্ম হইতে ধর্মান্তরিত হইয়া উক্ত নামে পরিচিত করিয়াছি। আমি অত্যন্ত দৃঢ়ভাবে ইসলাম ধর্মে বিশ্বাস করিয়া বিগত দিনে ইসলামী আইন, কানুন, নিয়ম নীতি নিজের মনে ধারণ করিয়াছি এবং পালন করিতেছি।
  • আমি বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকারে একজন স্থায়ী বাসিন্দা ও নাগরিক বটে। আমি প্রাপ্ত বয়স্কা এবং সাবালিকা বিধায় আমার আইনতঃ সিদ্ধান্ত গ্রহণ করিবার পূর্ণ হিতাহিত জ্ঞান রহিয়াছে। আমার নিজস্ব মতামতের উপর হস্তক্ষেপের আইনতঃ কাহারো কোন অধিকার নাই।
  • (খ) আমি মোঃ জামাল সুলতান, বয়স – ২৭ বৎসর। আমি বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকারে একজন স্থায়ী বাসিন্দা ও নাগরিক বটে। আমি প্রাপ্ত বয়স্কা এবং সাবালিকা বিধায় আমার আইনতঃ সিদ্ধান্ত গ্রহণ করিবার পূর্ণ হিতাহিত জ্ঞান রহিয়াছে। আমার নিজস্ব মতামতের উপর হস্তক্ষেপের আইনতঃ কাহারো কোন অধিকার নাই।
  • ২। যেহেতু  বিগত ৩ (তিন) বৎসর পূর্বে থেকেই  আমাদের পরিচয়। সেই পরিচয়ক্রমে আমাদের মাঝে ভালবাসার রূপ নেয় ৷ আমি উক্ত মোঃ জামাল সুলতানকে গভীরভাবে ভালবাসি এবং মোঃ জামাল সুলতান ও আমাকে গভীরভাবে ভালবাসে।
  • ৩। আমাদের ভালবাসাকে বাস্তবে রূপদান করার জন্য আমরা একে অপরকে বিবাহ করার সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা নোটারী পাবলিক সাহেবের সেরেস্তায় উপস্থিত হইয়া হলফনামার মাধ্যমে আমরা পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার অঙ্গিকার করিলাম। অদ্য হইতে আমরা সর্বত্র স্বামী-স্ত্রী হিসেবে পরিচিত হইব একে অন্যের সুখ-দুঃখ ইসলামী শরীয়ত মোতাবেক আজীবন ঘর সংসার ও দাম্পত্য জীবন যাপন করিব।  ইহাতে আমাদের অভিভাবক কিংবা কাহারো কোনরূপ ওজর আপত্তি বাধা বিঘ্ন আইনতঃ অগ্রাহ্য বলিয়া গণ্য হইবে।
  • ৪। আমাদের উক্ত বিবাহ পরবর্তীতে কাজী সাহেবের মাধ্যমে রেজিস্ট্রি করিয়া লইব। আমাদের বিবাহের দেন মোহর হইবে ৩,০০,০০১/- (তিন লক্ষ এক) টাকা ।
  • ৫। আমি “ক” নং হলফকারিনী মুসাম্মদ আয়েশা সিদ্দিকা  এই মর্মে ঘোষনা করিতেছি যে, অত্র বিবাহের ব্যাপারে আমাকে ফুসলাইয়া আনা হয় নাই। কিংবা জোর করিয়া আনা হয় নাই। আমি স্বেচ্ছায়/ নিজ ইচ্ছায় অত্র হলফনামায় স্বজ্ঞানে আমার নাম সহ টিপসহি / স্বাক্ষর প্রদান করিলাম।
  •     উপরোক্ত ঘোষনা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায়  সম্পূর্ণ ও নির্ভূলভাবে অত্র হলফনামার বর্ণনা সম্যক উপলব্ধি করিয়া মাননীয় নোটারী পাবলিক এর সম্মুখে অদ্য নিজ নাম সহি সম্পাদন করিলাম।

                                                                           ৥৥১। মুসাম্মদ আয়েশা সিদ্দিকা

  • ২।মোঃ জামাল সুলতান

  • হলফকারীদ্বয়ের স্বাক্ষর

     

                                                    হলফকারীদ্বয় আমার সামনে নিজ নাম সহি সম্পাদন                                                           করিয়াছে। আমি তাহাদেরকে সনাক্ত করিলাম।

    ইতি-২৩/১২/২০২৩ ইং

     

    আইনজীবীর স্বাক্ষর

  • কোন হিন্দু মুসলমান হইবার হলফনামা
  • কোন বৌদ্ধের মুসলমান হইবার হলফনামা
  • খ্রিস্টান ধর্ম ত্যাগ করিয়া মুসলমান হইবার হলফনামা
  • একজন প্রকৃতির পুজারী নিজধর্ম পরিত্যাগ করিয়া মুসলমান হইবার হলফনামা
  • একজন আদিবাসীর মুসলমান হইবার হলফনামা
  • ইসলাম ধর্ম গ্রহণের নিমিত্ত হলফনামা

জামিন সংক্রান্ত হলফনামা

  • পিতা-মাতা কর্তৃক পুত্রের জামিন আবেদন নিমিত্তে হলফনামা
  • আসামীর জামিন হইলে বাদী পক্ষের কোন আপত্তি নাই এই মর্মে দেওয়া হলফনামা
  • আসামীর জামিন হইলে বা খালাস পাইলে বাদী পক্ষের কোন আপত্তি নাই এই মর্মে দেওয়া হলফনামা
জামিন
জামিন হলফনামা

মামলা সংক্রান্ত হলফনামা

  • সকলের পক্ষে একজন কর্তৃক (সাকশেসন মামলার) দরখাস্ত কারীকে টাকা তুলিবার অনুমতি প্রদান করিবার জন্য দেওয়া হলফনামা
  • কাহারো ক্রিমিনাল কেইস মিমাংসা করিবার উদ্দেশ্যে দেওয়া হলফনামা
  • চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রীর নিমিত্ত মোকদ্দমায় দেওয়া হলফনামা
  • দেওয়ানী মোকদ্দমায় বাদী পক্ষের দেওয়া হরফনামা

বিবিধ হলফনামা

  • যান-বাহন বা মোটর গাড়ি ক্রয়ের নিমিত্তে হলফনামা
  • যানবাহন জাতীয়, গাড়ী কেনার হলফনামা বা অঙ্গীকার বা চুক্তিপত্র ১১৯ শিশু পালক গ্রহণের নিমিত্ত এফিডেভিট
  • পালক সন্তান প্রদানে সম্মতি পত্রের এফিডেভিট
  • অস্থাবর নিজ সম্পত্তি দানে সম্পাদিত “তফসিল বর্ণিত সম্পত্তির পরিচয় ” সহ হলফনামা
  • স্থাবর সম্পত্তি মৌখিক দান বিষয়ক এফিডেভিট
  • বয়স সংশোধন সম্পর্কিত সম্পাদিত হলফনামা
  • রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ হইতে একটি প্লট পাইবার নিমিত্তে দেওয়া হলফনামা

লেখক: এ বি এম শাহজাহান আকন্দ মাসুম,
আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট

হলফনামা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.lawfornations.com এর সাথেই থাকুন। যোগাযোগঃ- lawfornations.abm@gmail.com, মোবাইল: 01842459590-01711459590

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *